মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:১০, ২ আগস্ট ২০২৪

পরিবারের সঙ্গে সাফারিতে পশু দেখছেন সাকিব

পরিবারের সঙ্গে সাফারিতে পশু দেখছেন সাকিব
সংগৃহীত

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছিল না। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগেও শুরুর দিকে ব্যর্থ ছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে কানাডায় ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। ছন্দে আছে তার দলও।

কানাডার গ্লোবাল টি-২০তে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। এ অবস্থায় বেশ ফুরফুরে মেজাজে আছেন সাকিব।

ক্রিকেটের অবসরে এবার পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেছেন সাকিব। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন, ফ্যামিলি টাইম।

এদিকে লম্বা ছুটি শেষ করে ফের ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গেল মাসের ২৫শে জুলাই ঢাকা ফেরার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেরিতে এলেন এই লঙ্কান কোচ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার কিছু পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে রাজধানীতে এসে পা রাখেন হাথুরুসিংহে। এদিন তিনি একাই নন, ট্রেনার নিক লিও ঢাকায় এসে পৌঁছেছেন।

জানা গেছে, বর্তমানে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেয়া সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম আগস্টের ১০-১২ তারিখ নাগাদ দেশে ফিরে অল্প কয়েকদিন টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন।

এর মধ্যে পেসার শরিফুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামী ৮ই আগস্ট। তাকে ৮ই আগস্ট পর্যন্ত এনওসি (ছাড়পত্র) দেওয়া আছে। ধারণা করা হচ্ছে, ৯-১০ই আগস্টের মধ্যেই শের-ই-বাংলায় অনুশীলনে দেখা যাবে শরিফুলকে।

অন্যদিকে, সাকিবের এনওসি (ছাড়পত্র) আছে ১২ই আগস্ট অবধি। ১৬ই আগস্ট টেস্ট দল পাকিস্তান যাওয়ার আগে ১৩-১৪ তারিখ নাগাদ হয়তো সাকিবও দেশে ফিরে অনুশীলন করবেন।

টেস্ট দলের ৪ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুসহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগেভাগেই পাকিস্তান চলে যাবেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ