শুক্রবার   ১৭ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১১:০১, ১১ ডিসেম্বর ২০২০

আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচী প্রকাশ

আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচী প্রকাশ

জয়পুরহাট আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচী প্রকাশ করেছে আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার। নিম্নে রেলওয়ে সময় সূচী প্রকাশ করা হল:

⬇ ডাউন ট্রেনসমূহ : ঢাকা অভিমুখী :

● ৭০৬ একতা এক্সপ্রেস - রাত ০১.৪৫

● ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস - দুপুর ১২.৪৭

● ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস - রাত ১১.০১

● ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস - আক্কেলপুর স্টপেজ নেই জয়পুরহাট সকাল ১০.৫৩ ।

*৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস - আক্কেলপুর স্টপেজ নেই

জয়পুরহাট বিকাল ০৪.৩১

রাজশাহী অভিমুখী :

● ৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস - সকাল ০৯.১৭

● ৭৩৪ তিতুমীর এক্সপ্রেস - বিকাল ০৫.৪৩

* ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস - দুপুর ১ .৪০

● ৩২ উত্তরা মেইল - ভোর ০৫.২৯

খুলনা অভিমুখী

● ৭২৮ রূপসা এক্সপ্রেস - সকাল ১১.৪৫

● ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস - রাত ০৯.৫৫

● ২৪ রকেট মেইল - সকাল ১১ টা

⬆ আপ ট্রেনসমূহ : পঞ্চগড় (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন) অভিমুখী

● ৭০৫ একতা এক্সপ্রেস - বিকাল ০৪.২৭

● ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস - রাত ০১.৪২

বাংলাবান্ধা এক্সপ্রেস - রাত ১২.২৭

পঞ্চগড় এক্সপ্রেস- আক্কেলপুর স্টপেজ নেই

জয়পুরহাট ভোর ০৪.৫০

কুড়িগ্রাম অভিমুখী :

● ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস - আক্কেলপুর স্টপেজ নেই

জয়পুরহাট রাত ০২.৫৩

চিলাহাটি অভিমুখী :

● ৭২৭ রূপসা এক্সপ্রেস - দুপুর ০১.৩৭

● ৭৩১ বরেন্দ্র এক্সপ্রেস - সন্ধ্যা ০৫.৪৬

● ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস - সকাল ০৯.২০

● ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস - রাত ০৩.১৭

● ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস - দুপুর ১২.৫০

পার্বতীপুর অভিমুখী :

● ২৩ রকেট মেইল - সন্ধ্যা ৭.৫০

● ৩১ উত্তরা মেইল - সন্ধ্যা ০৬.০০

◆ সাপ্তাহিক বন্ধের দিনসমূহ :

● ৭২৭/৭২৮ রূপসা এক্সপ্রেস - বৃহস্পতিবার

● ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস - রবিবার

● ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস - বুধবার

● ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস - মঙ্গলবার [সোমবার রাতে খুলনা হতে ছাড়বে না। ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস খুলনা ছেড়ে আক্কেলপুর পৌঁছাতে রাত ১২টা পার হয়ে যায়, অর্থাৎ মঙ্গলবার ভোররাতে আক্কেলপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছাড়বে না]

● ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস - সোমবার

● ৭৬৫/৭৬৬ নীলসাগর এক্সপ্রেস - রবিবার

● ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস - বৃহস্পতিবার [বুধবার রাতে ঢাকা হতে ছাড়বে না। ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা ছেড়ে জয়পুরহাট পৌঁছাতে রাত ১২টা পার হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছাড়বে না]

● ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস - বুধবার

*৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস--

রাজশাহী হতে শুক্রবার পঞ্চগড় হতে শনিবার TR লিখে স্পেস দিয়ে Train Code লিখে পাঠিয়ে দিন 16318 নাম্বারে আর জেনে নিন ট্রেনের বর্তমান অবস্থান।

যেমনঃ ঢাকাগামী কুড়িগ্রাম ট্রেনের ক্ষেত্রে : TR 798 Send to 16318 সুত্রঃআক্কেলপুর রেলওয়ে স্টেশন পেজ থেকে সংগ্রহীত

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ