বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৫২, ২৩ জুন ২০২১

ক্ষেতলালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

ক্ষেতলালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

জয়পুরহাটের ক্ষেতলালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় ৩১০টি গাছ বিতরণ ও রোপন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় ক্ষেতলাল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  উদ্যোগে উপজেলার ১৫৫ টি গ্রামের প্রতিটি গ্রামে ২ টি করে ৩১০টি গাছ উপজেলার আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে তিন ধরনের গাছ বনজ, ফলজ ও ভেষজ গাছ বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের ১৪ জন দলনেত্রীদের মধ্যে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম  বিতরণ করা হয় এবং ৩২ জন আনসার সদস্য ও সদস্যাদের মাঝে  মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণকারীদের মাঝে  সম্মানী ভাতার ২৪,০০০/- টাকা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে বৃক্ষ বিতরণ ও  দলনেত্রীদের হাতে ইউনিফর্ম  তুলে দেন ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাকামাম মাহমুদা।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত দলনেতা ও দলনেত্রী প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ