বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১৮, ৫ জুলাই ২০২১

আক্কেলপুরে লকডাউনে পাত্রী দেখতে আসায় জরিমানা

আক্কেলপুরে লকডাউনে পাত্রী দেখতে আসায় জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন কঠোর তৎপরতা চলেছে । ঠিক এমন সময় প্রশাসনের নজর এড়াতে পারেনি পাত্রী দেখতে আসা কয়েকজন। গুনলেন ভ্রাম্যমান আদালতে জরিমানা।

লকডাউনের ৩য় দিনে শনিবার সকাল থেকেই চলছে উপজেলা প্রশাসনের টহল, বাইরে আসা বিভিন্ন মানুষদের জিজ্ঞেসাবাদ, বিধি নিষেধ অমান্যকারীদের জরিমানা। উপজেলা প্রশাসনের সাথে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, আনসার ও রোভার স্কাউট সদস্যরা। থানা পুলিশের পক্ষ্য থেকে রয়েছে পৌর এলাকার প্রধান সড়কের ২টি স্থানে চেকপোষ্ট, ১টি অভিযানিক টিম। পৌর এলাকায় প্রবেশের জন্য আগতদের সম্মুখীন হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।

এরই ধারাবাহিকতায় আক্কেলপুর পৌর এলাকার প্রাণি সম্পদ মোড়ে মোবাইল কোর্ট পরিচলনাকালে ভ্যানে আসা কয়েক জনকে বাইরে আসার কারণ জানতে চাইলে বলেন পাত্রী দেখেতে যাচ্ছেন। এসময় বগুড়া সদর এলাকার নামুজা বাংলাবাজার গ্রামের মেহেদী হাসানকে জরিমানা করেন জয়পুরহাট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। শনিবার দুপুর পর্যন্ত ১৭ জনকে ৭ হাজার দুই শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যশান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন,‘অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলে শাস্তির আওতায় আসতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারি বিধি নিষেধ অমান্যকারীরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলকে সহযোগিতা করতে হ

বে’।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রীজয়পুরহাটে ডিজে পার্টি রোধে পুলিশের অভিযানআলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনিঢাকায় ই*সরায়েলের বিমানবো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কীদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীরঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও