বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৩৩, ৮ জুলাই ২০২১

ক্ষেতলালে লকডাউন অমান্য করলেই করা হচ্ছে জরিমানা

ক্ষেতলালে লকডাউন অমান্য করলেই করা হচ্ছে জরিমানা

সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও পৌর এলাকায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে আজ ৭ম দিনে মাঠে কাজ করছে প্রশাসন  চলছে কঠোর লকডাউন।

বুধবার এক সপ্তাহের সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপরতা চালায় প্রশাসন। অধিকাংশ দোকানপাট গুলো ছিলো বন্ধ  রাস্তাঘাট গুলো ছিলো ফাঁকা । আনসার বাহিনী এবং বাংলাদেশ  সেনাবাহিনীর সেনা সদস্যদের সহযোগিতায়, উপজেলার বিভিন্ন রাস্তার প্রতিটি মোড়ে ও বাজারে দাঁড়িয়ে আইন অমান্য করে দোকান খোলা, মাস্ক বিহীন চলাফেরা, বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের হয়ে আইন অমান্য করীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার  (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হক।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন, ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মেহেদী হাসান ও ক্ষেতলাল থানা পুলিশের সদস্যবৃন্দ।

সেনাবাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের  সহযোগিতায় নিয়মিত টহল এবং ভ্রাম্যমাণ আদালতের কাজ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ