বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৫, ২৫ জুলাই ২০২১

আক্কেলপুরের সোনামুখী ঐতিহাসিক ল্যাঙ্গরপীর মাজার

আক্কেলপুরের সোনামুখী ঐতিহাসিক ল্যাঙ্গরপীর মাজার

আক্কেলপুর পৌর সদর হতে মাত্র দেড় কিলোমিটার দূরে তুলসীগঙ্গা নদীর ধারেই সোনামুখীতে ল্যাঙ্গর পীর আব্দুল্লাহ মক্কী (রঃ) মাজার। মক্কী অর্থাৎ মক্কা থেকে এসেছিলেন বলেই নামের শেষে মক্কী যোগ হয়েছে।

দেড়শত বছর আগের কথা। সে সময় মাজার এলাকায় গহীন জংগল ছিল। আর সেই জংগলের মধ্যে তিনি বাস করতেন। ঐ মহল্লার আবুল কালাম দেওয়ান জানান।

অলৌকিক ব্যাপার হলো, তার দাদার বাবা মরহুম আশরত ফকির গভীর রাতে ঐ জংগলে গিয়ে দেখতে পান ল্যাঙ্গর পীর স্বর্ণের ঝিক নির্মিত চুলায় নিজের পা দিয়ে রান্নার কাজ করছেন। তবে কুড়ি বছর তিনি অবস্থান করে মৃত্যু বরণ করেন। সোনামুখীর মানুষ তাকে তৎকালীন ঐ জংগলেই নদীর ধারে দাফন করেন। নদীর তিন ধার ভেঙে গেলেও মাজার রয়েছে সংরক্ষিত। মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এতিম খানা। উপজেলা প্রশাসন মাজার পরিচালনার কাজ করে আসছেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ