মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৫১, ২ আগস্ট ২০২১

কালাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার পানি নিস্কাশনের ব্যবস্থা

কালাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার পানি নিস্কাশনের ব্যবস্থা

কালাই থানার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর এলাকায় প্রায় ২০০০ (দুই হাজার) জনগণ দীর্ঘ ০৮/১০ বছর যাবৎ বর্ষা কালে জলাবদ্ধতায় ভুগতেন। বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার ও অফিসার ইনচার্জ, কালাই থানার নজরে আসিলে ঘটনার বিষয়ে সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগোষ্টির দুঃখ দুর্দশার কথা চিন্তা করে প্রায় ০৩/০৪ কিঃ মিঃ রাস্তার পার্শ্বে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়।

বর্তমানে স্থানীয় জনগণের মুখে স্বস্তির হাসি ফুটল যে, তাহাদের আর কখনও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ঘরের ভিতরে আটকে থাকতে হবে না। এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধি কালাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাবানা আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মহতি কাজে সহায়তা করেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়