মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৫৪, ২ আগস্ট ২০২১

জয়পুরহাটে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

জয়পুরহাটে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

দেশজুড়ে অসহায় মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে, জয়পুরহাটের এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। 

রোববার তিন উপজেলায় এই সহায়তা কার্যক্রম চলে। স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ব্যবস্থাপনা করে দৈনিক কালেরকণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ। 

উত্তরাঞ্চলে রংপুর-বগুড়ার পর এবার জয়পুরহাটে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করলো দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। চাল-ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপণ্য জেলার আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলার মানুষদের মাঝে বিতরণ করা হয়। 

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করে শুভ সংঘ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে এই কার্যক্রম চলবে বলে জানান শুভ সংঘের পরিচালক।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জয়পুরহাটে মোট ২ হাজার পরিবারকে এই সহায়তা প্রদানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম