শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৪৫, ২০ আগস্ট ২০২১

৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল কালাইয়ের ৪৯ পরিবার

৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল কালাইয়ের ৪৯ পরিবার

জাতীয় তথ্য বাতায়নের কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন দিয়ে জয়পুরহাটের কালাইয়ে করোনাকালিন খাদ্য সহায়তা পেয়েছেন অসহায় ৪৯ টি পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।

খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি তেল ও হাফ কেজি লবন দেওয়া হয়েছে।

সহায়তাপ্রাপ্ত উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পাঁচগ্রামের আব্দুল জলিক বলেন করোনাভাইরাস মহামারিতে পরিবারের সদস্যদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে। ৩৩৩ নম্বরে ফোন দেওয়ার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা বাহির পারা গ্রামের ফিরোজ হোসেন বলেন আমার হাত ভেঙে যাওয়ায় কোন কাজ করতে পারছিনা, কাজ না করলে পরিবারের ভরনপোষণ কিভাবে চালাবো। ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়ে খুব খুশি।

বিতরণ অনুষ্ঠানে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, করোনাকালিন সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সবধরণের প্রস্তুতি রয়েছে। ৩৩৩ নম্বরে ফোন দিলে যাচাই-বাছাই করে তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়