শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২১

র‌্যাবের অভিযানে ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী

র‌্যাবের অভিযানে ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাধীন রায়কালি বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশা জাতীয় ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার রাসেল তালুকদার এর বাড়ী মেইল বাসষ্টান্ড এলাকার আবুল হোসেনের ছেলে হারুন অর-রশিদ (৩৫) কে আক্কেলপুর উপজেলাধীন রায়কালি বাজার এলাকা থেকে নেশা জাতীয় ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুন অর-রশিদ (৩৫) নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়