শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

কালাই হাসপাতালে `দেশসেরা` গৌরব ফিরে পেতে জোর প্রচেষ্টা

কালাই হাসপাতালে `দেশসেরা` গৌরব ফিরে পেতে জোর প্রচেষ্টা

৫০ শয্যার জয়পুরহাটের কালাই উপজলোর স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ সিস্টেম স্ট্রেন্থথেনিং (এইচএসএস) সূচকে- অনলাইন রিপোটিং, সরেজমিন পরিদর্শন এবং রোগী সন্তুষ্টির জরিপ ব্যবহার করে; উপজেলা হাসপাতাল ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ২০১৫ সালে সারা দেশের মধ্যে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব লাভ করে।

বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা পুরোনো সেই গৌরক ফিরে পেতে নানা উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানান, কালাই উপজলোর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে ২৬টি এর বিপরীতে কর্মরত আছেন ১১ জন চিকিৎসক। নার্চ এর ২১টি পদের বিপরীতে কর্মরত আছেন ২১ জন এবং মিডওয়াইফের ৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে একটি এ্যানালক এক্স-রে মেশিন আছে। আছে ২টি এ্যাম্বুল্যান্সসহ পর্যাপ্ত ওষুধ। এছাড়াও, এ স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিমাণ স্টাফ আছে, তা দিয়েই এলাকার রোগীদের সন্তোষজনক চিকিৎসা সেবা দেয়া সম্ভব। আরো ভালো সেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় পৌরসভার জাইকা ফান্ড থেকে এখানে অতি শীঘ্র ডিজিটাল এক্স-রে মেশিন পাওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অধিকন্তু, সরকারিভাবে জিন এক্সপার্ট মেশিন দ্রæতই প্রতিস্থাপন করা হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে, রোগী সেবার মান আরও ভালো হবে। উপজেলার বালাইট গ্রামের ৬২ বছর বয়সী মুমিন, খোসালপুর নওপাড়ার ৫৬ বছর বয়সী আবুল হোসেন, পৌরসভার থুপসাড়া মহল্লার ৪৯ বছর বয়সী ফারুখ আহাম্মেদসহ অনেকে জানান, তারা রোগাক্রান্ত হলে নিয়মিত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসকরা ভালভাবে দেখে-শুনে ওষুধ লিখে দেন। ওষুধও এখান থেকেই দেওয়া হয়। সেগুলো সেবন করেই তারা সুস্থ হয়ে ওঠেন। তাই বরাবরই তারা এখানে স্বস্থ্যসেবা নিতে আসেন।

উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডা. মো. নূর আসাদ-উজ-জামান জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্স যাতে পুরোনো গৌরব ফিরে পেয়ে, আবার দেশ সোর হতে পারে; সে লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। সে উদ্দেশেই দেশ জুরে লকডাউন ও তীব্র করোনা পরিস্থিতিতে, উপজেলা পর্যায়ে জয়পুরহাট জেলার মধ্যে কেবল কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা রোগীদের হাসপাতালে ভর্তিসহ নিবিরভাবে তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছিল। অবশ্য এক্ষেত্রে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নির্দেশনায়, দ্রæততার সাথে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এ সময় করোনাক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সংক্রমিত হন। তাতেও কেউ পিছুপা হননি। বর্তমানে হাসপাতালে করোনার রোগী নাই। ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন অতিরিক্ত রোগী ভর্তি থাকে। ৫০ শয্যার বিপরীতে- ১৮ সেপ্টেম্বর ভর্তি থাকেন ৫৯ জন, ১৬ সেপ্টেম্বর ভর্তি থাকেন ৬১ জন, ১৫ সেপ্টেম্বর ভর্তি থাকেন ৬২ জন, ১৪ সেপ্টেম্বর ভর্তি থাকেন ৬২ জন; যা সন্তোষ জনক। তিি ন আরও বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে। ফলে, রোগীরা ভালোভাবে স্বাস্থসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা দেয়া হবে। যাতে আমরা ফের স্বাস্থ্য সেবার জন্য দেশ সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রীজয়পুরহাটে ডিজে পার্টি রোধে পুলিশের অভিযানআলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনিঢাকায় ই*সরায়েলের বিমানবো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কীদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীরঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও