বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৪৫, ৪ অক্টোবর ২০২১

স্বেচ্ছাসেবক লীগ কমিটির প্রার্থী হতে ইচ্ছুক ১০ জনের ডোপ টেস্ট

স্বেচ্ছাসেবক লীগ কমিটির প্রার্থী হতে ইচ্ছুক ১০ জনের ডোপ টেস্ট

জয়পুরহাটে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে যারা প্রার্থী হতে ইচ্ছুক, এমন ১০ জনের ইতোমধ্যে ডোপ টেস্ট (মাদকাসক্তের পরীক্ষা) করা হয়েছে। এখনো টেস্টের ফলাফল পাওয়া যায়নি।

তবে এই টেস্টে (পরীক্ষায়) যদি কেউ মাদকাসক্ত বলে প্রমাণিত হন, তবে তাদের কোন ভাবেই জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব লাভের কোনো সুযোগ দেয়া হবে না।

রোববার সন্ধ্যায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের জয়পুরহাটে আগমন উপলক্ষে এ সাংবাদিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ জালাল মুকুল সাংবাদিকদের সামনে আগামীকাল অনুষ্ঠিতব্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইএম মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, গোলাম হাক্কানী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত থাকবেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রীজয়পুরহাটে ডিজে পার্টি রোধে পুলিশের অভিযানআলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনিঢাকায় ই*সরায়েলের বিমানবো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কীদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীরঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও