বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:০৯, ১৬ অক্টোবর ২০২১

জয়পুরহাটে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাটে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আমাদের কর্মই আমাদের ভবিষ্যত। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.দ কুদরাতুল্লাহ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র-২ জান্নাতুল ফেরদৌস ঝর্না, জেলা চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এমএম করিম ও  ডিএমএসএসের নির্বাহী পরিচালক মাহবুবা সরকার।

সভায় মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে ফরমালিনমুক্ত শাক সবজিসহ অন্যান্য খাদ্য উৎপাদন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়