বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:০৩, ৩১ অক্টোবর ২০২১

জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ নারী গ্রেপ্তার

জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ নারী গ্রেপ্তার

সদর উপজেলার দোগাছি ইউনিয়নর ঘাসুরিয়া গ্রাম থেকে ৭০ পিস শাড়ি, ১২ হাজার ৮০৪ পিস পায়েল, ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেকলছসহ বলু নামে এক নারী চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত বলু পাঁচবিবি উপজেলার পারইল এলাকার মাজাহার আলীর স্ত্রী।

রোববার (৩১ অক্টোবর) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে, কমান্ডার তৌকির এ তথ্য নিশ্চিত করে জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নর ঘাসুরিয়া গ্রামে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ৭০ পিস শাড়ি, ১২ হাজার ৮০৪ পিস পায়েল, ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেকলছসহ বলুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, এসব অবৈধ ভারতীয় সামগ্রী সীমান্ত এলাকা থেকে পাচার হয়ে বগুড়া যাচ্ছিল। এ ঘটনায় সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়