বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৪৯, ১৮ নভেম্বর ২০২১

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে আক্কেলপুরে জনসচেতনতামুলক সভা

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে আক্কেলপুরে জনসচেতনতামুলক সভা

জয়পুরহাটের আক্কেলপুরে সান্তাহার রেলওয়ে পুলিশের ৯নং বিটের আয়োজনে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার দুপুরে আক্কেলপুর রেলওয়ে প্লাটফরমে সান্তাহার রেলওয়ে পুলিশের ৯নং বিটের আয়োজনে, সম্প্রতি সারা দেশে বেড়ে যাওয়া চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপর ঘটনা উত্তারত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে অনাকাংখিত জীবননাশ সহ পুঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেক রেলযাত্রীকে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেল পুলিশের দায়িত্বের পাশাপাশি সর্বস্তুরের লোকজনের অংশিদারিত্বের হাত বাড়ানোর লক্ষে রেলওয়ে বিট পুলিশ তাদের কার্যক্রম শুরু করছেন। তার অংশ হিসেবে আক্কেলপুর রেলওয়ে প্লাটফরর্মে ওই জনসচেতনতা সৃষ্টিতে ৯নং বিট পুলিশ মতবিনিময়ের আয়োজন করেছিলেন।

মতবিনিয়ম অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি কল্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকশি ঈশরদি রেলওয়ে জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিউল আজম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌর মেয়র সহিদুল আলম চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম সফি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, বীর মুক্তি যোদ্ধা সাদেকুর রহমান, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ। ষ্টেশন মাষ্টার খাতিজা বেগম, আরো উপস্থিত ছিলেন সান্তাহার ও আক্কেলপুর থানার কর্মরত পুলিশ অফিসার বৃন্দ প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ