শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৩৪, ৩০ নভেম্বর ২০২১

জয়পুরহাটে আওয়ামী লীগের জয় জয়কার

জয়পুরহাটে আওয়ামী লীগের জয় জয়কার

বিচ্ছিন্ন ঘটনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ৫ ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত ১০টায় কালাই উপজেলা পরিষদ হলরুম থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম।


বিজয়ী প্রার্থীরা হলেন- মাত্রাই ইউনিয়নে আনম শওকত হাবীব তালুকদার লজিক (নৌকা), উদয়পুরে ওয়াজেদ আলী দাদা (নৌকা), জিন্দারপুরে জিয়াউর রহমান জিয়া (নৌকা), আহম্মেদাবাদে আলী আকবর মণ্ডল (নৌকা) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনট ইউনিয়নে আব্দুল কুদ্দুস ফকির।


এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


সব ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট হলেও মাত্রাই ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে চরম উত্তেজনা বিরাজ করে ওই নির্বাচনী এলাকায়। কয়েকটি ঘটনায় আহতও হয় উভয়পক্ষের লোকজন।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ