শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৩৪, ৬ ডিসেম্বর ২০২১

মুজিব শতবর্ষে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ

মুজিব শতবর্ষে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ৪ ডিসেম্বর শনিবার বড়তারা উচ্চ বিদ্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল।বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের আকন্দ, সাবেক জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন, বড়তারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোখলেছার রহমান,বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুর রশিদ,বিএসসি শিক্ষক মোঃ আবু কালাম আজাদ, বিদ্যালয়ের এমএসসি শিক্ষিকা মোছাঃ শাহিনা আক্তার শিল্পী, মোঃ সুজাউল ইসলাম(মাষ্টার)।অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক ও ভেটেনারি চিকিৎসক মোঃ ফিরোজ হোসেন, ৯ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোঃ রেজাউল ইসলাম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোছাঃ জাকিয়া সুলতানাসহ প্রমুখ। বক্ততারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম মন্ডলের মাধ্যমে মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নিকট দাবি করেন, বিদ্যালয়ের মান উন্নয়নে পাশাপাশি যেন এই বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় এবং একইসাথে যেন একটি কলেজও প্রতিষ্ঠা করা হয়,যাতে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আরও শিক্ষামুখী হয় ও উন্নত শিক্ষার সুযোগ হয়।

জাকিয়া সুলতানাও এই বিদ্যালয়ে একটি কলেজ স্থাপনের জোর দাবি জানান।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজের সাবেক ছাত্রনেতা এস,এম তুহিন, এমদাদুল হক, সাংবাদিক এস,এম মিলন মুহাম্মদ আমানুল্লাহ আমান,অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়