শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:০৬, ২ জানুয়ারি ২০২২

আক্কেলপুরে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা

আক্কেলপুরে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধভাবে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী-মামুদপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুর রশিদ অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দ্বারা পুকুর খনন করছে ।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে আব্দুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক বলেন, ‘নিয়ম না মেনে অবৈধভাবে পুকুর খনন করায় তাকে জরিমানা করা হয়েছে।

তাৎক্ষনিক মাটিকাটার সরঞ্জামাদি তুলে নিয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করছে’।উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘এসকল অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের এধরণের অভিযান নিয়মিত অব্যহত থাকবে’।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়