মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:৩৫, ১২ জানুয়ারি ২০২২

ক্ষেতলালে দুটি নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন হুইপ স্বপন

ক্ষেতলালে দুটি নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন হুইপ স্বপন

ক্ষেতলালের পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ তলা ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।আজ বুধবার ক্ষেতলালের বড়তারা ও জিয়াপুর উচ্চ বিদ্যালয়ের পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের  নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী সভায় তিনি বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে।

গ্রামীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বহুতল ভবনে রুপান্তরিত হয়েছে। গ্রামের একজন সাধারণ কৃষকের সন্তানও ভালো অবকাঠামো পেয়ে মান সম্মত শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে এখন গ্রামে গঞ্জে আধুনিক শিক্ষা বিস্তার লাভ করছে।”

এ সময় হুইপ এর সাথে ছিলেন, তাঁর একান্ত সচিব তোফাজ্জল হোসেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নূরুনাহার গুন্নাহ্, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল্লাহ্ সরকার, জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, জেলা আওয়ামীরীগ নেতা জাহিদুল আলম বেনু, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান  আব্দুস সালাম আকন্দ, এডভোকেট এস,এম মোরশেদ, জেলা পরিষদের সদস্য আঃ হান্নান মিঠু, যুব মহিলালীগের সভানেত্রী শেখ রহিমা তারা, আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক/শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়