বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৩১, ১৫ জানুয়ারি ২০২২

করোনার সংক্রমণ বৃদ্ধি: জয়পুরহাটে প্রযুক্তি মেলা বন্ধ ঘোষণা

করোনার সংক্রমণ বৃদ্ধি: জয়পুরহাটে প্রযুক্তি মেলা বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সরকারের নির্দেশনা মোতাবেক ৩ দিন ব্যাপী আয়োজিত বিজ্ঞান ও শিল্প – প্রযুক্তি মেলা-২০২২ বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি ( আইএমএমএম) জয়পুরহাটের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান বিষয়টি নিশ্চিত করেন ।

জানা গেছে, জীবনের জন্য বিজ্ঞান এবং শিশুদের বিজ্ঞান মনোষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে ’শেখ হাসিনার দর্শণ, সব মানুষের উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চত্বরে প্রতিবারের ন্যায় এবারও ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প – প্রযুক্তি মেলা-২০২২ আয়োজনের প্রস্তুতি চলছিল আগামী ২০ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তত্বাবধানে খনি প্রধান উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান ’’ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি ( আইএমএমএম)’’। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, উত্তোলন পরিকল্পনা, গুনাগুন বিশ্লেষন এবং ব্যবহার নিশ্চিত করা।

জয়পুরহাটের খনজনপুরে অবস্থিত ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি ( আইএমএমএম) ক্যাম্পাসে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে । শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিজ্ঞান মেলায় প্রায় শতাধিক উদ্ভাবনী স্টল স্থান পায়। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প জমাও দিয়েছেন।

জয়পুরহাট, বগুড়া , গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩শ ক্ষুদে বিজ্ঞানী দেড় শতাধিক গবেষনা প্রকল্প নিয়ে মেলায় অংশ গ্রহন করে থাকে। মেলার প্রস্তুতিও চলছে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা সবার আগে প্রাধান্য তাই সরকারের নির্দেশনা মোতাবেক ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলন মেলা এবার করোনা প্রাদূর্ভাবের কারনে বন্ধ রাখতে হচ্ছে বলে দু:খ প্রকাশ করেছেন আইএমএমএম জয়পুরহাটের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়