শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:২৩, ১৮ জানুয়ারি ২০২২

জয়পুরহাটে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ

জয়পুরহাটে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ

স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাট জেলায় এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ করা হয়েছে। স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের সাপোটিং ফর রুরাল ব্রিজের প্রকল্প ও আনডার ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলায় ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ করা হয়েছে।

এতে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়াও ব্রীজ/ কালভার্ট মেরামত ও রক্ষনাবেক্ষন কর্মসূচীর আওতায় ১৬৭ দশমিক ৫৮ মিটার কালভার্ট সংস্কার করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ৬৫ লাখ ২৯ হাজার টাকা। ইতোমধ্যে প্রকল্প গুলোর শতভাগ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এ প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে জেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে সরকারের উন্নয়নমূখী কর্মকান্ডকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান, স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মো: আলাদ্দিন হোসেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ