মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৫০, ২১ জানুয়ারি ২০২২

বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজি গ্রেপ্তার

বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজি গ্রেপ্তার

জয়পুরহাট পৌর শহরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের রেজিস্ট্রি করার অভিযোগে কাজি আবদুর রউফ এবং তার সহকারী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার শহরের পাঁচুরচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর কাবিনমূলে বিয়ে রেজিস্ট্রি করেন কাজি আবদুর রউফ। এ সময় তার সঙ্গে সহকারী হিসেবে ছিলেন আমিনুল ইসলাম। ঘটনার পরের দিন ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষককে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার বিষয়টি জানায়। পরে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। ওই মামলায় কাজি ও তার সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আলমগীর জাহান বলেন, বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় কাজি ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেলে পাঠানো হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়