বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:০৯, ১০ মে ২০২২

জয়পুরহাটে সরকারের সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে সরকারের সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা এবং ভিশন ২০৪১ প্রচার অভিযানের অংশ হিসোবে কালাই উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে এক মহিলা সমাবেশের আয়োজন  করে জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিস জানায়, বার্ষিক কর্মসম্পাদন কর্মসূিচর আওতায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রচারাভিযানের অংশ হিসেবে ওই মহিলা সমাবেশের আয়োজন করা হয়। জেলার কালাই  উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে আয়োজিত  প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ  উদ্যোগসহ নানা উন্নয়ন কর্মসূচি ও ভিশন ২০৪১ পরিকল্পনা নিয়ে  মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণ মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইফসুফ আলী সাজু প্রমূখ। জেলা তথ্য অফিস আরও জানায় , প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে  প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ প্রচার করা হচ্ছে।

এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহনসহ  করোনাভাইরাস সংক্রমন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে  জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণামূলক  কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান,  জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ