বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:২০, ৪ জুলাই ২০২২

ঈদ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। জেলার সকল পৌরসভা কতৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়