শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:২৯, ৬ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধারা পেল স্মার্ট কার্ড ও সনদপত্র

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধারা পেল স্মার্ট কার্ড ও সনদপত্র

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জীবিত ৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও সনদপত্র এবং মৃত ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট -১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু।

এছাড়াও আলোচনা সভা বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ