বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২২

পাঁচবিবিতে মাদক,সন্ত্রাস বিরোধী সচেনতায় ফুটবল টুর্ণামেন্ট অনষ্ঠিত

পাঁচবিবিতে মাদক,সন্ত্রাস বিরোধী সচেনতায় ফুটবল টুর্ণামেন্ট অনষ্ঠিত

মাঠের চার পাশে হাজার হাজার দর্শকের গোল গোল বলে চিৎকার আর ব্যান্ড বাজিয়ে উপস্থিত দর্শকদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ পাঁচবিবি উপজেলার সীমান্ত ধরঞ্জীতে মাদক, সন্ত্রাস বিরোধী সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পাঁচবিবি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ও ধরঞ্জী খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ধরঞ্জী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মমতাজুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ধরঞ্জী ইউপির প্যানেল চেয়ারম্যান-৩ অমল চন্দ্র গমো, অয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ রানা, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম লেবু, ধরঞ্জী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।

খেলায় ডিকেএসপি ও হাটখোলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোল শুন্য হলে ট্রাইব্রেকারে ডিকেএসকিকে হারিয়ে হাটখোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়