• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,০৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

জয়পুরহাটের কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। এসময় সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে বৈরাগী বাজারে সাদিয়া বেকারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, মাত্রাইয়ে বগুড়া বেকারীর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ২০ হাজার, কালাই সদর রোডে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ৮ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা করা হয়।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট