শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:২৪, ২২ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটে নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সভা অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, জয়পুরহাট এর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সভা ও জ্যাকেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমাইয়া আফরিন জিনিয়া । সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সকল উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকগণ। খাদ্য স্থাপনা পরিদর্শন, নমুনা সংগ্রহ ও অন্যান্য সরকারি কাজে পরিধানের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরকারি নিজস্ব জ্যাকেট প্রদান করা হয়।

উক্ত সভায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের নিমিত্তে উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ, নিয়মিত খাদ্য স্থাপনায় মনিটরিং কার্যক্রম পরিচালনা, নমুনা সংগ্রহ ও পরীক্ষণ, হালনাগাদকৃত হোটেল-রেস্তোরাঁ, বেকারি, আইসক্রিম ও বরফ তৈরির কারখানা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খাদ্যকর্মীদের তালিকা প্রস্তুতকরণ । এছাড়াও পোল্ট্রি, খামার, রেণু পোনার হ্যাচারী ও কোল্ড স্টোরেজ এর তালিকা প্রস্তুতকরণ এর জন্য নির্দেশনা দেয়া হয়।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়