জয়পুরহাটে নেশার ইনজেকশনসহ আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাট বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০) ও আব্দুর রহমানের ছেলে শেখ রানা (৩০)। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
জাগ্রত জয়পুরহাট