• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

আক্কেলপুরে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

“ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। মেলায় ৫টি কলেজ, ২টি মাদ্রসা ও ১৩ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২০ টি স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট