বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৪৮, ২৯ নভেম্বর ২০২২

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেয়া প্রতারক চক্রের মূলহোতা আটক

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেয়া প্রতারক চক্রের মূলহোতা আটক

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা শাহিনুর ইসলামকে গ্রফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও দু‘টি সিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। শাহিন নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: মোস্তফা জামান, শাহিনুর ইসলামসহ চার থেকে পাঁচজনের এই সিন্ডিকেট অবৈধ নিয়োগের প্রলোভনে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। কয়েক দিন আগে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেফতারকৃত শাহিনুর একজন প্রার্থীর থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়। এ বিষয়টি র‌্যাব জানতে পেরে গতরাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ