বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৪২, ১ জানুয়ারি ২০২৩

জয়পুরহাটে সরিষার মধুতে মুখে হাসি খামারিদের

জয়পুরহাটে সরিষার মধুতে মুখে হাসি খামারিদের

জয়পুরহাটে সরিষার মাঠে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। এসব মধু বাজারজাত করে পাচ্ছেন ভালো দামও। অনেক বেকার যুবকের হয়েছে আত্মকর্মসংস্থান। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। তার পাশেই ফাঁকা জমিতে শতশত মৌ বক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে তা বাক্সে জমা করছে মৌমাছিরা। আর ৭ দিন পর পর জমা করা চাক ভেঙ্গে মধু সংগ্রহ করেন খামারিরা। এসব মধু চলে যাচ্ছে স্থানীয় বাজারসহ দেশের নানা প্রান্তে। এ ছাড়া মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়ন হওয়ায় ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা।

এদিকে জয়পুরহাট বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ ও  কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মো. মজিবুর রহমান বলেন, মধু উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তা করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এবার ১৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এরমধ্যে সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলার অন্তত ১৮টি পয়েন্ট থেকে শতাধিক কৃষকের মাধ্যমে ৫০ মেট্রিকটন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ