• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

জয়পুরহাটে ২৯১ বোতল ফেন্সিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর জোড়পুকুরিয়া বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে ২৯১ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামি মো. আলামিন হোসেন (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট। আসামি রতনপুর জোড়পুকুরিয়া সীমান্ত এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী।

রবিবার ২২ জানুয়ারি ভোররাত সাড়ে ৪টার সময় এ অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আলামিন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর(জোর পুকুরিয়া) গ্রামের মৃত দুলালের ছেলে।  রবিবার র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে রবিবার ২২ জানুয়ারি ভোররাত সাড়ে ৪টার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর জোড়পুকুরিয়া বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে ২৯১ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামি মো. আলামিন হোসেন (২৭) কে গ্রফতার করে।

পরবর্তীতে আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট