শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫০, ২৬ জানুয়ারি ২০২৩

কালাইয়ে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

কালাইয়ে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

জয়পুরহাট কালাইয়ে বিদ্যুৎ এর সার্বিক অবস্থা উন্নয়নের জন্য গ্রাহক পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কালাই জোনাল অফিসের আয়োজনে উপজেলার নুনুজ বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে কালাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হামিদুল হক বলেন, বিদ্যুৎ বিষয়ে সমস্যা হলে কোন মধ্যস্বত্বভোগীর কাছে না গিয়ে সরাসরি আমাদের অফিসে আসবেন।  বিদ্যুৎ সরবরাহের সমস্যা, দ্রুত সংযোগ নিশ্চিত ও গ্রাহকদের হয়রানির নিরসনে আমরা কাজ করছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সর্বক্ষেত্রে নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এছাড়াও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি রোধ কল্পে নানা পরামর্শ দেন গ্রাহকদের। 

উপস্থিত ছিলেন, কালাই জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, পিভিসি (সুপারভাইজার)  কামরুজ্জামান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক। 

এছাড়া উপস্থিত ছিলেন, গভীর নলকূপ ও রাইচ মিল মালিক, ব্যাবসায়ী, সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ। 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়