• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

জয়পুরহাটে দরিদ্র হিন্দুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

জয়পুরহাট জেলার সদর উপজেলায় দরিদ্র হিন্দুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জয়পুরহাট শিব মন্দির প্রাঙ্গণে জয়পুরহাট সনাতন পরিবার এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি জীবন কুমার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠ দেশ উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে ভারতের জনগণ গর্বিত বোধ করে। তিনি বলেন, ভারতের মধ্যে সুসম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সবসময় বাংলাদেশের পাশে কাজ করে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়াল প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট