• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

জয়পুরহাট পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

জেলার আক্কেলপুর উপজেলার বটতলী নামক এলাকায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যা ৭ টায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব), জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আক্কেলপুর উপজেলার বটতলী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ৫/৬ জনের একটি গ্রুপ রাস্তায় ছিনতাই করছে এমন অভিযোগে অনুসন্ধান চালায় র‌্যাবের গোয়েন্দা টীম। অভিযোগের সত্যতা পেয়ে রবিবার সন্ধ্যা ৭ টার সময় বটতলী এলাকায় একটি মেহগনি বাগানে অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি জানতে পেরে ওই গ্রুপের লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা ওয়ান শুটারগানগুলো আক্কেলপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিনি।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট