বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে কালাই বাসস্ট্যান্ড এলাকায় সোনারপট্টি মার্কেটে সঙ্গীয়ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত  সূত্রে জানায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পণ্যের ব্যবসা করার ক্ষেত্রে আলাদাভাবে ‘ডিলিং লাইসেন্স’ নেওয়ার বিধান আছে। এরই ধারাবাহিকতায় ২ মাসে আগে ডিলিং লাইসেন্সের জন্য নির্দেশনা দেওয়া হলেও  অভিযান চালিয়ে দেখা যায়, অনেকের দোকানে ডিলিং লাইসেন্স নেই। 

এসময় ভ্রাম্যমাণ আদালতে রানা জুয়েলার্সকে ১ হাজার ৫০০ টাকা, কর্মকার জুয়েলার্সকে ১ হাজার ৫০০ টাকা ও শ্যামলী জুয়েলার্সকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি জানায়, ডিলিং লাইসেন্স না নেয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ব্যবসায়ীদের আগামী ১৫ দিনের মধ্যে ডিলিং লাইসেন্স সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়