শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৫০, ১১ মার্চ ২০২৩

জয়পুরহাটে নতুন জাতের ‘ভ্যালেনসিয়া’ আলু চাষে খুশি কৃষকরা

জয়পুরহাটে নতুন জাতের ‘ভ্যালেনসিয়া’ আলু চাষে খুশি কৃষকরা

জয়পুরহাটে প্রতিবছর স্ক্যাব সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাবে কৃষকদের আলু চাষে লোকসান গুনতে হয়। তবে এবার 'ভ্যালেনসিয়া' জাতের আলুর চাষ করে অধিক লাভের আশায় চাষিদের মুখে হাসি ফুটেছে।

শাখারঞ্জু গ্রামের কৃষক রাজন বলেন, প্রতিবছর অন্যান্য জাতের আলুর চাষ করতেন। সেখানে প্রতি বিঘায় উৎপাদন হতো ৭০ থেকে ৮০মন। আর খরচ হতো প্রায় ৩২ হাজার টাকা। এইবার প্রথম এ সি আই সীডের ভ্যালেনসিয়া ১০ জাতের সাড়ে ৭ বিঘা জমিতে আলু চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। প্রতি বিঘাতে আলু নামবে প্রায় ১০০ থেকে ১২০ মণ। রোগবালাই ও খরচ কম হওয়ায় এবার লাভ হবে বেশি।

এ সি আই সীডের চীফ মার্কেটিং অফিসার কৃষিবিদ খন্দকার সাইফুর রহমান বলেন, এ বছর জয়পুরহাট জেলায় ২৫ জন চাষি ৫ হেক্টর জমিতে পরীক্ষামূলক ভাবে ভ্যালেনসিয়া ১০ জাতের আলুর চাষ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ আলু চাষে কৃষকরা কম খরচে ভালো ফলন পেয়েছে এবং বর্তমান বাজার দরে অধিক লা়ভবান হবে।

ভ্যালেনসিয়া আলুর মাঠ পরিদর্শনে এসে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন বলেন, ভ্যালেনসিয়া আলুর গাছ ও ফলন দেখে আশা করছি এ আলু চাষ করে লোকসান পুষিয়ে কৃষকরা লাভের মুখ দেখবেন।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে কৃষিবিদরা বলেন, ভ্যালেনসিয়া ডায়মন্ডের সাদৃশ্যপূর্ণ হলেও ডায়মন্ডের অপেক্ষা ২৫-৩০ দিন আগে বাজারে আসে তাই বাজারমূল্য বেশী। এটি ডায়মন্ডের সাদৃশ্যপূর্ণ হলেও এর অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। এছাড়া ভ্যালেনসিয়া জাতের এ আলু হেক্টর প্রতি ফলন প্রায় ৩৯ মেট্রিক টন যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত ডায়মন্ডের চেয়ে ৩৮ গুণ বেশী। প্রতিটি আলুর গড় ওজন প্রায় ১০০ গ্রাম।

ক্ষেতলাল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, এসিআই সীডের চীফ মার্কেটিং অফিসার কৃষিবিদ খন্দকার সাইফুর রহমান, পোর্ট ফলিও ম্যানেজার গোলাম মোস্তফা, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ বগুড়া অঞ্চল, মোহাম্মদ নুরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এসিআই সীডের সেলস ম্যানেজার ইকবাল হোসেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ