বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:২৪, ১৪ মার্চ ২০২৩

ক্ষেতলালে মাদক বিরোধী আলোচনা সভা ও নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে মাদক বিরোধী আলোচনা সভা ও নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের ক্ষেতলালে বন্ধু মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৫ টায় বটতলী ক্ষেতলাল রোডে বন্ধু মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।

এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ওসি রাজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বন্ধু মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের চেয়ারম্যান সুজাউল ইসলাম, বন্ধু মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের কাউন্সিলর আবু মূছা আশারী কিং, ক্ষেতলাল পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান কাজীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের রিকোভারী সদস্য ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ চলচিত্রের সুনাম ধন্য কমেডিয়ান অভিনেতা শামিম খাঁন ওরফে চিকন আলী ও খুশি বিশ্বাসসহ শিল্পী গোষ্ঠীর সদস্যরা উপস্থিত সকলকে বিনোদন দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ