• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

আক্কেলপুরে মডেল মসজিদ উদ্বোধনে হুইপ স্বপন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শত ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে জয়পুরহাটের আক্কেলপুরসহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পরপরই জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আক্কেলপুর মডেল মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এসয়ম উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী-লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ড. ফারজানা আকতার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মোকছেদ আলী, বিভিন্ন দপ্তর প্রধান গণ, বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক ও সূধী প্রমূখ।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শুধু নামাজ আদায় নয়, মসজিদ হবে গবেষণা ইসলামি সংস্কৃতি ও জ্ঞানচর্চা কেন্দ্র। চট্রগ্রামের মোঃ ইউনুছ এ্যান্ড ব্রাদার্স প্রাঃ লিঃ ঠিকাদার প্রতিষ্ঠান মডেল মসজিদটি প্রাক্কলিত মূল্য ১২কোটি ৬১ লক্ষ টাকায় নির্মাণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হুইপ স্বপন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৫শত ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ করছেন যা সারা বিশ্বে আজ মাইলফলক। আজ পর্যন্ত ইসলামিক দেশে যা কোন রাষ্ট্রনায়ক করতে পারেনি। তিনি আরো বলেন, এখানে ইসলামিক চিন্তা ধারায় জ্ঞানের চর্চা ব্যতীত কোন রাজনীতি করা যাবে না।”

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট