রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:২৭, ৩০ মার্চ ২০২৩

কালাইয়ে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে!

কালাইয়ে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে!

ভুট্টা চাষে ঝুঁকছেন জয়পুরহাটের কালাইয়ের চাষিরা। অন্যান্য ফসলের তুলনায় এর চাষে খরচ ও সময় কম লাগে। আর কোনো রোগবালাই ছাড়া ফলন বেশি পাওয়া যায়। দেশে ভুট্টার চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়াতে কৃষকরা বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারেন।

জানা যায়, কালাই উপজেলার মাত্রাই ও জিন্দারপুর ইউনিয়নে ব্যাপক পরিমানে ভুট্টার চাষ হয়েছে। কম খরচে বেশি ফলন পাওয়া যায় বলে কৃষকরা অন্যান্য ফসলের আবাদ না করে ভুট্টার আবাদ করছেন। এর চাষে কৃষকরা বিঘাপ্রতি ২২ হাজার টাকা খরচ করে প্রায় ৩৫ মণ ভূট্টার ফলন পান। যার বর্তমান বাজারমূল্য ৫০ হাজার টাকা। ফলে অধিক লাভের আশায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন।

মাত্রাই ইউনিয়নের ভুট্টা চাষি বাদশা মিয়া বলেন, আমরা আগে অন্যান্য ফসলের চাষ করতাম। ভুট্টার চাষ পদ্ধতি সহজ, খরচ কম ও উৎপাদন বেশি হয়। তাই এক একর জমিতে এর চাষ করেছি। আর উৎপাদিত ভুট্টা বিক্রি করে লাভের পাশাপাশি ভুট্টার গাছ গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করতে পারি। এতে আমরা দ্বিগুণ লাভবান হতে পারি।

মাত্রাই তালুকদারপাড়ার চাষি আব্দুর রাজ্জাক বলেন, আমি কৃষি কার্যালয় থেকে প্রণোদনা পেয়ে এক একর জমিতে ভুট্টার আবাদ করেছি। বর্তমানে গাছে গাছে ফুল-ফল ধরা শুরু করেছে। আশা করছি বাম্পার ফলন পাবো। আর মাস খানেক সময়ের মধ্যে ভুট্টা উত্তোলন করে বিক্রি করে লাভবান হতে পারবো। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং গাছ ও সবুজ পাতা গোলার হিসেবে ব্যবহার হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। তাছাড়া জ্বালানি হিসেবে ভুট্টার গাছের রয়েছে চাহিদা।

বেগুনগ্রাম এলাকার চাষি মোঃ মাহবুবর রহমান বলেন, চলতি বছর আমি ৪১ শতক জমিতে ভুট্টার চাষ করেছি। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার চাষ অনেক লাভজনক। এতে বিঘাপ্রতি খরচ হয় ১৮-২০ হাজার টাকা। আর ৩৫-৪০ মণ ভূ্ট্টার ফলন পাওয়া যায়। বর্তমান বাজারে ১৪০০-১৫০০ টাকা মণ দরে বিক্রি করা যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, কালাই উপজেলায় দিন দিন ভুট্টার চাষ আরো জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভুট্টাচাষিদের দুই কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে। এই উপজেলায় ৩০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার প্রায় ৭৮৪০ মণ ভুট্টার উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। গাছে পোকার আক্রমন হলে আমরা চাষিদের দ্রুত কীটণাশক ব্যবহারের পরামর্শ দিয়েছি। ফলন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আশা করছি আগামীতে চাষ আরো বৃদ্ধি পাবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি