শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:২৯, ৩০ মার্চ ২০২৩

বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: হুইপ স্বপন

বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: হুইপ স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।’ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছেন এ দেশের তরুণ সমাজ। আউট সোর্সিংয়ের মাধ্যমে অনেক যুবক এখন কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাই বাবার জমি বিক্রি করে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহবান জানাই তরুণদের।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এছাড়া সভায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ