রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:২২, ১৫ মে ২০২৩

কালাইয়ে ৬ হাজার টন লক্ষ্য মাত্রা নিয়ে ধান ও চাল সংগ্রহ শুরু

কালাইয়ে ৬ হাজার টন লক্ষ্য মাত্রা নিয়ে ধান ও চাল সংগ্রহ শুরু

সারা দেশে একযোগে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ধান ও চাল ক্রয় করা শুরু করেছে জয়পুরহাটের কালাই খাদ্য গুদাম। চলতি বছরে সরকারিভাবে শুরু হলো অভ্যন্তরীণ বোরো/২৩ ধান ও চাল সংগ্রহ অভিযান।

এবারে ৫ হাজার ৬শ' ২৮ টন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুর ২ টায় কালাই উপজেলায় নতুন খাদ্যগুদাম চত্তরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩ সালের বোরো মৌসুমে উপজেলার দুই খাদ্য গুদামে চাষিদের কাছ থেকে ধান ও নিবন্ধিত মিলারদের নিকট থেকে সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৯ শ' ৩৬ মেট্রিক টন ধান এবং মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪৪ টাকা দরে ৪ হাজার ৬শ' মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী আগষ্ট মাস পর্যন্ত এ ক্রয় অভিযান চলবে।

এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো. শাহান শাহ হোসেন, উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি শফিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ আকন্দ, ও সাধারণ সম্পাদক মো. হুমায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি শফিউর রহমান বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারব। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাব।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি