ক্ষেতলালে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে সোমবার বেলা ১১ টায় উপজেলা ভুমি অফিসের সামনে ভূমি স্মার্ট ভূমিসেবা সপ্তাহ (২২-২৮ মে) এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বন্যা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও (ভারপ্রাপ্ত) ডা. মো: ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা হিসাব রক্ষক রিপন আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের নাজির মেহেদি হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এর প্রতিনিধি, পৌর কাউন্সিলর, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাগ্রত জয়পুরহাট