• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

ক্ষেতলালে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা ১১টায়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জয়পুরহাটের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে সভায় মাদকের কুফল, আইনি শাস্তিসহ মাদকের প্রতি শিশু-কিশোরা যেনো আসক্ত না হয় এবং মাদক আসক্ত ব্যক্তিকে সাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জয়পুরহাট মো. রফিকুল ইসলাম, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক সরোয়ার মোর্শেদ লিমন, প্রধান শিক্ষ আছাদুল ইসলাম, আজিজার রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. হারুনুর রশিদ, অভিভাবক ওবায়দুল ইসলাম, জোৎনা বেগম, মো. মানিক মন্ডল প্রমুখ। 

ওই মাদকবিরোধী অভিভাবক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট