• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

জয়পুরহাটে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার বিকেলে জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক- (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর ও (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ৩২টি স্টল স্থান পেয়েছে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট