• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

কারাতে প্রতিযোগিতায় জয়পুরহাটের খোলোয়ারদের সাফল্য

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

ভারতে ইন্টারন্যাশনাল সিতো রিউ কারাতে চ্যাম্পিয়শিপ ২০২৩ প্রতিযোগিতায় জয়পুরহাটের তিনজন খেলোয়ার গোল্ড ও সিলভার মেডেল অর্জন করেছেন। গত পহেলা মে থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির ও.এ.টি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কারাতে চ্যাম্পিয়শিপ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সহ ভারত, নেপাল ও ভুটানের ওয়েট ভিত্তিক মোট ৯শ জন প্রতিযোগী অংশ নেয়।

২৮, ৩৯ ও ৫২ কেজি ওয়েট ইভেন্টে জয়পুরহাট জেলার সামির আলম একটি স্বর্ন ও একটি সিলভার মেডেল অর্জন করেন। এছাড়াও মোবাশ্বির শাহির আলম দুইটা সিলভার এবং বরন দাস একটি স্বর্ণ ও একটি ব্রঞ্চ মেডেল অর্জন করেন।

ভারতে এ প্রয়োগীতায় জয়পুরহাট পৌর শহরের অবস্থিত কিং কুইন জিম কারাতে একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান জয়পুরহাটের খেলোয়ারদের কোচ এর দায়িত্ব পালন করেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট