• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

ক্ষেতলালে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে হুইপ স্বপন এমপি

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩  

জয়পুরহাটের ক্ষেতলালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। শুক্রবার (১১ আগষ্ট) সকাল ৯ টা ৫০ মিনিটে উপজেলার তুলশীগঙ্গা ও মামুদপুর ইউপির অন্তর্গত বিলের ঘাট থেকে ঐতিহাসিক আছরাঙা দীঘি সহ বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ সভাপতি শ্বপন কুমার রায়, গোলাম মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু,যুগ্ন আহ্বায়ক জুল আরশ শুভ,যুব মহিলা লীগ নেত্রী শেখ রহিমা আক্তার, তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, তুলশীগঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলার বড়াইল ইউপির হিন্দা কসবা শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট