• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

ক্ষেতলালে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হুইপ স্বপন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

জয়পুরহাটের ক্ষেতলালে দোয়া মাহফিল মতবনিমিয় সভা ও রাস্তা পাকা করন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ছে। বৃহস্পতবিার বড়াইল ইউপি পরিষদের সামনে থকেে চৌমুনী বাজার র্পযন্ত রাস্তা পাকা করন ভিত্তিপ্রস্তর ও কলিঙ্গা গ্রামে দোয়া মাহফলিরে পর আলমপুর ইউনিয়নের বানাই হতে আলিপুর গ্রামরে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদশে জাতীয় সংসদরে মাননীয় হুইপ ও সাংগঠনকি সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ।
এসময় উপজলো পরষিদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আওয়ামী লীগরে জাতীয় কমটিরি সদস্য আব্দুল মজিদ মোল্লা, উপজলো আওয়ামী লীগরে সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার,সহ সভাপতি মোফাজ্জল হোসনে, যুগ্ম সাধারণ সম্পাদক সরিাজুল ইসলাম,সাংগঠনকি সম্পাদক মোরশদে রহমান, সদস্য আনারুল ইসলাম,পৌর আওয়ামীলীগরে সভাপতি দুলাল মিয়া সরদার, বড়াইল ইউপি আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজলো স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফকিুল ইসলাম, যুবলীগ নেতা মতলুব হোসেন, শারফুল ইসলাম,যুব মহলিা লীগ নত্রেী শখে রহমিা আক্তার সহ আওয়ামী লীগরে সকল সহযোগী সংগঠনরে নতেৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট