• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

জয়পুরহাটে আলাদা মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পূর্বপাড়া খোদ্দা গ্রামের শাহীন ওরফে মাহিন, একই উপজেলার দানেজপুর হারানপট্টির সিরাজুল ইসলাম ওরফে মিরু ও উত্তর গোপালপুর গ্রামের হারুনুর রশিদ। এদের মধ্যে শাহীন ও সিরাজুল পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি কলোনিপাড়া পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় সন্দেহমূলকভাবে শাহীন ওরফে মাহিনকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২০২২ সালের ৭ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবির দানেজপুর এলাকার সিরাজুল ইসলামের দেহ তল্লাশি করে ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এছাড়া ২০২১ সালের ২৫ অক্টোবর আটাপাড়া রেলগেট এলাকা থেকে ২০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ হারুনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। পরে আলাদা মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন আদালত।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট